বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ বাংলাদেশের কমিউনিস্ট পাটির সাবেক সাধারণ সম্পাদক, পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৬ তম মৃত্যুবার্ষিকী গতকাল সোমবার দুপুরে প্রামানিকপাড়াস্থ কমরেড মোহাম্মদ ফরহাদের নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়। কমিউনিস্ট পার্টি পঞ্চগড় জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজা খন্দকার চামেলী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পাটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আশরাফুল আলম, জেলা কমিটির সদস্য ও জেলা উদীচীর সভাপতি শফিকুল ইসলাম, পার্টির জেলা কমিটি সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান, পার্টির দেবীগঞ্জ উপজেলা কমিটির সভাপতি কমরেড হাসান আলী, যুব ইউনিয়ন বোদা উপজেলা কমিটির সভাপতি কবি মামুনুর রশিদ মামুন, বোদা একুশ স্মৃতি পাঠাগারের সভাপতি শেখ আবুল হোসেন শীলন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পার্টির জেলা কমিটির সদস্য ও যুব ইউনিয়ন বোদা উপজেলা কমিটির সভাপতি লিহাজ উদ্দিন মানিক। এ সময় পাটির জেলা ও উপজেলা কমিটি সহ ছাত্র ইউনিয়ন এবং যুব ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।