শনিবার , ১৯ এপ্রিল ২০২৫ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে চীনের অর্থায়নে প্রস্তাবিত হাসপাতাল ও মেডিকেল কলেজ করার দা-বিতে মুসল্লিদের অবস্থান মান-বব-ন্ধন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ১৯, ২০২৫ ১২:৩৮ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি\চীনের অর্থায়নে রংপুর বিভাগে এক হাজার শয্যার প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপন করার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে মুসল্লিরা। গতকাল শুক্রবার জুমার নামাজের পর পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে এই কর্মসূচি পালন করে তারা। কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকার হাজারও মুসল্লির অংশ নেন। পঞ্চগড় জেলার সর্বস্তরের মুসল্লিবৃন্দের আয়োজনে জুমআর নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা চৌরঙ্গী মোড়ে জমায়েত হন। সেখানে অবস্থান ও মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন মসজিদের খতিবদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মাজেদুর রহমান, শাহিনুল ইসলাম, হারুন অর রশিদ, দেলোয়ার হোসেন, লিয়াকত আলী ও ময়নুল ইসলাম। অন্যান্যদের মাঝে বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন রণিক ও ইউপি চেয়ারম্যান তোফায়েল প্রধান প্রমূখ।


বক্তারা বলেন, পঞ্চগড়ে এক হাজার শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতাল করার যৌক্তিকতা সবচেয়ে বেশি। উত্তরাঞ্চলের মধ্যে স্বাস্থখাতে সবচেয়ে পিছিয়ে এ জনপদ। সরকারি হাসপাতালগুলোতে পদের তিন ভাগের একভাগও চিকিৎসক নেই। রাত দুপুরে রোগী নিয়ে ছুটতে হয় রংপুর দিনাজপুর কিংবা ঢাকা। পথেই মারা যায় অনেক রোগী। এভাবেই বছরের পর বছর বৈষম্যের শিকার হয়ে আসছে পঞ্চগড়। ২০২৩ সালে পঞ্চগড়ে চীন ও বাংলাদেশের ব্যবসায়ীদের উদ্যোগে এক হাজার শয্যার একটি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তি স্থাপন করা হলেও নানা ষড়যন্ত্র ও ভারতীয় মিডিয়ার নানা গুজবের কারণে তা আলোর মুখ দেখেনি। এখনো ওই হাসপাতাল করার ৩৫ একর জমি পড়ে রয়েছে। এছাড়া জেলায় এক হাজার শয্যার হাসপাতাল করার মতো খাস জমিও রয়েছে। তাই চীনের এই হাসপাতাল পঞ্চগড়ে করার দাবি জানান তারা। এই জেলায় মেডিকেল কলেজ ও হাসপাতালটি হলে শুধু উত্তরাঞ্চল নয় নেপাল, ভুটান ও ভারতের একটি অংশের মানুষ পড়াশুনার পাশাপাশি চিকিৎসা সুবিধা নিতে পারবে। এলাকাটি চিকিৎসার প্রাণকেন্দ্রে পরিণত হবে। বাড়বে সরকারের আয়ও।
আটোয়ারীতে মানববন্ধন
আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ সুবিধাবঞ্চিত উত্তরের জেলা পঞ্চগড়ের চিকিৎসা খাতের বৈষম্য দূরীকরণে চীনের অর্থায়নে ১০০০ শয্যার প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবীতে পঞ্চগড়ের আটোয়ারীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার ( ১৮ এপ্রিল) জুম্মা বাদ বেলা ২ টার দিকে আটোয়ারী উপজেলাবাসীর ব্যানারে ফকিরগঞ্জ বাজরের গোলচত্বরে (ট্রাফিক মোড়) ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মোঃ শাহাজাহান, সোনালী ব্যাংক কর্মকর্তা সুমন, স্বেচ্ছাসেবক দলের সদস্য আরাফাত, উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ রাসেল ইসলাম, স্বেচ্ছাসেবক আবু হাসান বাবু, জাতীয় নাগরিক কমিটি উপজেলা শাখার সদস্য নওশাদ উন নবী লিয়ন, রাজিব রানা,ছাত্র অধিকার পরিষদ পঞ্চগড় জেলা সহ সভাপতি রবিউল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনোয়ার হোসেন প্রমুখ। বক্তরা বলেন, বরাবরই সকল ক্ষেত্রে পঞ্চগড় জেলা বৈষম্যের শিকার হয়ে আসছে। বৈষম্যের কারণে সারা দেশের মধ্যে পঞ্চগড় জেলায় চিকিৎসা সেবা সহ দৃশ্যমান কোন উন্নয়নমূলক কাজ হয়নি। বক্তরা দৃঢ়তার সাথে বলেন, চীনের অর্থায়নে যে ১০০০ শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের প্রস্তাব রয়েছে, সেটি পঞ্চগড়ে স্থাপন করা হলে বাংলাদেশ ছাড়াও ভুটান, নেপাল ও চীনের শিক্ষার্থীরা এখানে এসে পড়াশোনা করতে পারবে এবং আন্তর্জাতিকমানের চিকিৎসা সেবার সুযোগ তৈরী হবে। বক্তারা আরো বলেন, যদি এই হাসপাতালটি অন্য কোথাও স্থাপন করা হয়, তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এবং পঞ্চগড়ের সকল স্তরের মানুষ গণজমায়েতের মাধ্যমে ন্যায্য দাবির পক্ষে শক্ত অবস্থান নিবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেতাবগঞ্জ পৌরসভায় সিসি ড্রেন নির্মানের উদ্বোধন

প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা ঠাকুরগাঁও চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী-কর্মকর্তাদের মানবেতর জীবন যাপন

ঠাকুরগাঁওয়ে ৫০০ দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বাড়ি ভাংচুর করতে গিয়ে পিতা-পুত্ররে জেল

ঠাকুরগাঁওয়ে আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতার ফাইনাল

জেলা প্রশাসন দিলেন শীতবস্ত্র ।। রিটানিং অফিসার করলেন রাণীশংকৈল পৌর মেয়রের কক্ষ সিলগালা

হাবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে মহান শহিদ দিবস পালিত

বারবিট নামে ইনজেকশন ১৬ টাকার ইনজেকশন কিনতে হল ৮০০ টাকায়

ঘোড়াঘাটে পূবালী ব্যাংকের উপ-শাখা উদ্বোধন

বীরগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মুদি ব্যবসায়ীর মৃত্যু