বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপর বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের রাংগালীপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মৃত আনারুল ইসলামের বাড়ি পরিদর্শন করেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ১নং সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম।
২২এপ্রিল মঙ্গলবার দুপুরে পরিদর্শন করে গভীর দুঃখ প্রকাশ এবং সমবেদনা জ্ঞাপন করে নিজ তহবিল থেকে বস্ত্র সহ আর্থিক সহযোগিতা করেন। পরবর্তীতে আরো আর্থিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল ইসলাম বাহার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, শতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুলার রহমান মানিক, শতগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি ও শতগ্রাম ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য রাসেল সরকার, শতগ্রাম ইউনিয়ন সেচ্ছাসেবকদলের আহবায়ক তানভীর আনজুম নিশাত ও শতগ্রাম ইউনিয়ন ছাত্রললের সভাপতি সাজ্জাদ সাঈদ সৌরভ।