“সুন্দর ভবিষ্যতের জন্য শিল্প চর্চা” এই শ্লোগানকে সামনে রেখে ২৬ এপ্রিল শনিবার দিনাজপুর শহরের পাটুয়াপাড়া এনায়েতপুর রোড সংলগ্ন ঐতিহ্যবাহী শিল্প চর্চা কেন্দ্র ড্রইং স্কুল দিনাজপুর এর আয়োজনে রেজিষ্ট্রেশন ফ্রি সবার জন্য উন্মুক্ত চিত্রাঙ্গণ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
ড্রইং স্কুল দিনাজপুর এর নির্বাহী পরিচালক নাজমুস সাকেব রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চিত্রাঙ্গণ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করতে গিয়ে ঐতিহ্যবাহী সাংষ্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর সভাপতি আব্দুস সামাদ বলেন এই স্কুলের শিক্ষার্থী ও অভিভাবক একসাথে শিল্পচর্চা করার সুযোগ রয়েছে। যারা শিল্পচর্চায় আগ্রহী তাদের জন্য ড্রইং স্কুল সুন্দর পরিবেশে দক্ষ, প্রাণবন্ত ও শক্তিশালী সহযোগি টিম শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা দিয়ে আসছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে দিনাজপুর সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ড. আব্দুর রাজ্জাক, দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, বিশিষ্ট চিত্রশিল্পী রাজিউদ্দীন চৌধুরী ডাবিøউ, এলাকার সন্তান বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজ সেবক হারুন-উর-রশিদ রাজা, নবরূপীর সাধারণ সম্পাদক (ভার:) মোঃ আতিকুর রহমান নিউ, ড্রইং স্কুলের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর, ড্রইং স্কুল দিনাজপুরের অভিভাবক কমিটির সভাপতি রাজিয়া সুলতানা পলি বলেন, জীবনকে সুন্দর ও রুচিশীল করে গড়ে তুলতে শিল্পকলা চর্চার বিকল্প নেই। শিশুর মানসিক বিকাশের পাশাপাশি পড়া ও লেখার প্রথম ধাপ হলো শিশু চিত্রকলা। সভাপতির বক্তব্য রাখতে গিয়ে ড্রইং স্কুল দিনাজপুরের নির্বাহী পরিচালক নাজমুস সাকেব রানা বলেন, ড্রইং স্কুল দিনাজপুর শুধু ছবি আঁকা শেখার স্কুল নয়, বরং আমরা একটি শিশুর মানসিক বিকাশে তার কথা বলার ধরণ, ভাষাজ্ঞান, ন¤্রতা, সহনশীলতা, মানবিক, সততা, সমবেদনা ও সম্মান শেখানো হয় যা তার নৈতিক ইতিবাচক ভিত্তি গঠনের অত্যন্ত জরুরী।