সোমবার , ১২ মে ২০২৫ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে বিশ্ব মা দিবসে কবি অদিতি রায়ের কাব্যগ্রন্থ “গর্ভধারিনী”র মোড়ক উন্মোচন- কবিতা পাঠ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ১২, ২০২৫ ১০:১৭ অপরাহ্ণ

রবিবার বিশ^ মা দিবস উপলক্ষে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাচিক শিল্পী, কবি ও গবেষক কবি অদিতি রায়ের কাব্যগ্রন্থ যা তার মা কল্পনা রায়কে উৎস্বর্গকৃত “গর্ভধারিনী”র মোড়ক উন্মোচন হয়েছে।
কবি অদিতি রায়ের পারিবারিক পাঠাগার “একাত্তরের আরো জ¦লছে” লাইব্রেরীর আয়োজনে সুইহারীস্থ সরকারী কলেজ সংলগ্ন কবিতা বাড়ীতে দিনাজপুরের বিশিষ্ট নারী নেত্রীদের নিয়ে মা দিবসকে সামনে রেখে কেক কাটা, সাহিত্য আড্ডা, আলোচনা সভা, কবিতা পাঠ ও বিশিষ্ট নারী নেত্রী কানিজ রহমানকে “মা দিবস সম্মাননা-২০২৫” প্রদান করা হয়েছে। শিক্ষক ও আবৃত্তিকার সাবিনা ইয়াসমিন ইতির সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কানিজ রহমান, সাবেক অধ্যক্ষ অর্চনা অধিকারী, আদর্শ কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক কবি রুবি আফরোজ, দৈনিক উত্তর বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক, কবি ও কলামিস্ট জিনাত রহমান, বিশিষ্ট উপন্যাসিক ও গল্পকার লায়লা চৌধুরী, কবি ও আবৃত্তিকার সুবর্ণা মুর্খাজী, কবি ও সাহিত্যিক মেহেনাজ পারভীন, কবি ইয়াসমিন আরা রানু, কবি অদিতি রায়ের মা ও স্বর্গীয় বীর মুক্তিযোদ্ধা, বৃক্ষপ্রেমী অজিত রায়ের স্ত্রী কল্পনা রায় তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, সন্তান জন্ম দেওয়াটা বড় কথা নয়- তাদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলাটাই একজন মা-বাবার প্রকৃত স্বার্থকতা। কবি অদিতি রায় বলেন, বিশ^ মা দিবসে আমার মা কে উৎস্বর্গ করে যে কাব্যগ্রন্থ প্রকাশ হলো তা পৃথিবীর সকল মায়ের প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদনের ফসল “গর্ভধারিনী কাব্যগ্রন্থ”। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবির স্বামী আবৃত্তি শিল্পী আনিসুর রহমান আনিস, কন্যা প্রীতিলতা। একটি আত্মদগ্ধ মায়ের কবিতা ও কাহিনীর কাব্যিক নিবেদন “গর্ভধারিনী” কাব্যগ্রন্থ বিশ^ মা দিবসের সকল মা দের প্রতি…….. “আমি আজন্ম তোমার কাছে ঋণী, ঋণখেলাপী হয়ে বেঁচে থাকতে চাই অসীম শূন্যতায় সবকিছু কোন সম্পদ চাই না, ভালোবাসায় ঋণে নিঃস্ব হতে হতে নিত্যান্ত গরীব হতে চাই……”।

সর্বশেষ - ঠাকুরগাঁও