হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের হাকিমপুরে দেশি অস্ত্রসহ ডাকাতি প্রস্তুতিকালে ৭ জন ডাকাতকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৫ এপ্রিল) রাত ৯টার দিকে হিলি-বিরামপুর সড়কের বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের উত্তরে ব্রীজের পাশ থেকে পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা, সিপি মুন্সিপাড়ার মৃত আকবর মুন্সির ছেলে দুখু (২৯), মুন্সিপাড়ার ভুট্টু মুন্সির ছেলে সানি (২৩), মধ্য বাসুদেবপুরের সিরাজুল ইসলামের ছেলে সাজু (২৭), রাজধানী মোড়ের মৃত আসার উদ্দিনের ছেলে আলম (৩২), রাজধানী মোড়ের আসার উদ্দিনের ছেলে বাবু (২৫), মধ্য বাসুদেবপুরের মৃত রহমত আলীর ছেলে জনি (২৮) ও মধ্য বাসুদেবপুরের ইদুল আলীর ছেলে বাপ্পি (২৮) তাদের সবার একই থানা হাকিমপুর।বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ওসি তদন্ত এসএম জাহাঙ্গীর আলম।
হাকিমপুর থানার ওসি তদন্ত এসএম জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গতকাল রাতে হিলি-বিরামপুর সড়কে একটি ডাকাতদল ডাকাতের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে আমি সঙ্গী ফোর্স নিয়ে বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের উত্তরে একটি ব্রীজে অভিযান পরিচালনা করি। অভিযান চালিয়ে দেশিয় অস্ত্রসহ ৭ জন ডাকাতকে আটক করি। এসময় তাদের নিকট ছুরি, হাসুয়া, লোহার চার সুতি রড, চাইনিজ কুড়াল পাওয়া যায়।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।