পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি\দিনাজপুরের পার্বতীপুরে নেসকো লিমিটেড বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আওতাধীন প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলার সচেতন নাগরিক কমিটির ব্যানারে আহবায়ক আক্তার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় বাস টার্মিনালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষুব্ধ জনতা ইউএনও বরাবরে একটি স্বারক লিপি প্রদান করে। পরে বাস টার্মিনাল থেকে শহরের প্রধান সড়ক হয়ে হাজার হাজার গ্রাহক একই দাবীত একটি মিছিল নিয়ে নেসকোর প্রধান গেটের সামনে প্রতিবাদ জানায়।
বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির আহবায়ক আক্তার হোসেন,কমিটির সদস্য তোফাজ্জল হোসেন, পার্বতীপুর বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, মোহাম্মদ শাহীনসহ ভুক্তভোগীরা।
তারা বলেন,পার্বতীপুরে প্রায় ১৯ হাজার গ্রাহক রয়েছে। গত বছর থেকে এ যাবত ৯৩৬টি প্রিপেইড মিটার লাগানো হয়েছে। এতে জনভোগান্তি বেড়েছে। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর শিশু ও অসুস্থ বৃদ্ধ মানুষের কষ্ট বেড়ে গেছে।এক পর্যায় নেসকোর সহকারী হিসাব রক্ষক গোলাম মোস্তফা উর্ধতন কর্তৃপক্ষের বরাত দিয়ে দাবী পুরনের বিষয়টি দ্রæত জানিয়ে উদ্ভুত পরিস্হিতি নিরসনের আশ্বাস দেন। তিনি বলেন,আমরা সবাই এদেশের নাগরিক সবাই সবার সুবিধা অসুবিধা বুঝতে হবে। জোর করে কোন গ্রাহককে প্রিপেইড মিটার দেয়া হবেনা। যাদের দেয়া হয়েছে তারা একটা দরখাস্ত দিলে মিটারগুলো প্রত্যাহারের ব্যাবস্হা করা হবে।