বুধবার , ৩০ এপ্রিল ২০২৫ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাণীশংকৈলে ইউনিয়ন পরিষদে আগুন, আটক-২

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ৩০, ২০২৫ ৭:১১ অপরাহ্ণ

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষে আগুনে পুড়ে গেছে অনেক গুরত্বপ‚র্ণ নথি পত্র। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে। এ ঘটনাটি পরিকল্পিত দাবী করে ইউপি সদস্যরা বলছেন সচিব পলাশ কুমার রায় পরিকল্পিতভাবে ঘটিয়েছে।
বুধবার স্বরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়ন পরিষদে সচিবের কক্ষে আগুনে পুড়ে যাওয়া নথিপত্র পড়ে রয়েছে। অনেক মানুষ সেখানে জটলা বেধে বিভিন্ন সমালোচনা করছে। থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করছে। এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ইউনিয়ন পরিষদে নৈশ্য পাহারায় দায়িত্বে থাকা গ্রাম পুলিশ ফজলু ও কম্পিউটার অপারেটর লিটনকে আটক করেছে পুলিশ।
পরিষদের এতগুলো কক্ষের মধ্যে শুধু সচিবের কক্ষে আগুনের বিষয়টি পরিকল্পিত বলছে ইউপি সদস্যরা। প্যানেল চেয়ারম্যান হেদায়তুল্লাহ,ইউপি সদস্য তফিজুল ইসলাম,আলাউদ্দীন,আক্কেল আলী, পেয়ারা খাতুন বুধবার এ প্রতিনিধিকে অভিযোগ করে বলেন, ইউপি চেয়ারম্যান মতিউর রহমানের বিরুদ্ধে আমাদের লিখিত অভিযোগ জেলা প্রশাসক বরাবরে ছিল । সে অভিযোগের তদন্ত আজ বুধবার দুপুর ২.৩০ মিনিটে হওয়ার কথা ছিল। ঠিক ওই দিনই আগুনে নথিপত্র পুড়ে যাওয়ার বিষয়টি সন্দেহজনক ভাবছে ইউপি সদস্যসহ স্থানীয়রা। ইউপি সদস্যরা আরো বলেন,গত রাত ১০টার দিকে সচিব পরিষদে এসে তাররুমে ছিল। সেখান থেকে গুরুত্বপ‚র্ণ কিছু নথি ও কম্পিউটার সরিয়ে ফেলা হয়েছে। শুধুমাত্র প্রকল্পের ফাইলগুলো রাখা হয়েছিল সচিবের কক্ষে। বিষয়টি সন্দেহজনক দাবী করে ইউপি সদস্যরা বলেন,বিষয়টি ভালো করে তদন্ত করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেছে পরিষদের সদস্যরাসহ স্থানীয় জনতা।
এদিকে একটি মামলায় ইউপি চেয়ারম্যান মতিউর রহমান জেলা কারাগারে থাকায় দায়িত্বে থাকা প্যানেল চেয়ারম্যান হেদায়তুল্লাহ বলেন, ঘটনাটি পরিকল্পিত মনে হচ্ছে। আইনিভাবে যা করা প্রয়োজন তাই পদক্ষেপ নেওয়া হবে। এদিকে ইউপি সচিব পলাশ কুমার রায় বলেন, তিনি গত রাত ১০টার দিকে এসে চলে গেছেন। পরে কিভাবে আগুন লেগেছে তা তিনি জানেন না। তবে তার বিরুদ্ধে তোলা অভিযোগ তিনি অস্বীকার করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান বলেন,প্যানেল চেয়ারম্যানকে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনা তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শুক্রবার ৩০জুলাই প্রঢারিত হবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি

রাণীশংকৈলে চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

হাকিমপুরে শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় আহত-২৫

কাহারোলে ভোক্তা অধিকার আইন  ২০০৯ অবহিতকরণ সভা

কাহারোলে ভোক্তা অধিকার আইন ২০০৯ অবহিতকরণ সভা

দিনাজপুরে অসহায় মানুষের মাঝে বিভিন্ন সংগঠনের শীতবস্ত্র বিতরণ

উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদের মাসিক কবিতা পাঠের আসর

বীরগঞ্জে ঢিলা ডাঙ্গী মহাশ্মশান বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু এর উদ্যোগে বৃক্ষরোপণ

হরিপুরে ২কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার দিলেন সামাজিক সংগঠন আমরা করব জয়

পঞ্চগড়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি পেল শতাধিক অসহায় ও দরিদ্র শিক্ষার্থী