শুক্রবার , ২১ অক্টোবর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাবান্ধায় নবনির্মিত রিট্রিট প্যারেডের দর্শক গ্যালারি উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ২১, ২০২২ ৫:৪০ অপরাহ্ণ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফের জয়েন্ট রিট্রিট প্যারেডের দর্শক গ্যালারির শুভ উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (এমপি)। বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত এ দর্শক গ্যালারী শুভ উদ্বোধন করেন তিনি। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখার জন্য গ্যালারী চত্ত¡রে বৃক্ষরোপণ করেন।

দুই দেশের বিদ্যমান বন্ধুপ্রতীম ভাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার ও আস্থা বৃদ্ধির অংশ হিসেবে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) বিজিবি ও বিএসএফ কন্টিনজেন্টের প্যারেড প্রদর্শনের আয়োজন করে। দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ মনোমুগ্ধকর ও চমকপ্রদ প্যারেড প্রদর্শন করেন।

প্যারেড শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি ও বিএসএফ কন্টিনজেন্টকে চমকপ্রদ ও মনোমুগ্ধকর প্যারেড প্রদর্শনের জন্য ধন্যবাদ জানান। তাদেরকে মিষ্টি বিতরণ করেন এবং তাদের সাথে ফটোশেসনে অংশ নেন। পরে বাংলাবান্ধায় নবনির্মিত গ্যালারি চত্বরে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ জয়েন্ট রিট্রিট সিরিমনিকে স্মরণীয় করে রাখতে উভয় বাহিনীর মধ্যে শুভেচ্ছা উপহার বিনিময় করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ, এসপিপি, এনএসডবিøউসি, এএফডবিøউসি, পিএসসি, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, বিজিবি’র উত্তর পশ্চিম রিজিয়ন, রংপুর-এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান, বিএসপি, পিএসসিসহ বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ, বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার, শিলিগুড়ির আইজি শ্রী অজয় সিংসহ বিএসএফের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পঞ্চগড় জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা ( পিপিএম ), সরকারী ও বেসরকারী পদস্থ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। এ সময় বিজিবি-বিএসএফের জয়েন্ট রিট্রিট উপভোগ করতে বিভিন্ন স্থান থেকে শতশত দর্শনার্থী ও পর্যটকের সমাগম ঘটে।

এর আগে দুপুর আড়াইটার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টার যোগে তেঁতুলিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন। সেখানে বিজিবি কর্মকর্তা ও থানা পুলিশ বিশেষ সম্মান প্রদর্শন করেন। স্বরাষ্ট্র মন্ত্রীর হেলিকপ্টার যোগে আসার খবরে হেলিকপ্টার দেখতে সীমান্তবর্তী উপজেলাটির বিভিন্ন স্থান থেকে হাজার হাজার সমাগম ঘটে। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে জামায়াতের নেতার জানাজায় অসংখ্য মানুষের ঢল

ঠাকুরগাঁওয়ে কর্নেট পরিবারের মরহুমদের স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত

নিরাপদ সড়ক চাই ও দিনে ভারী যানবাহন বন্ধসহ ১০ দাবিতে দিনাজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

গ্রেফতার আতংকে স্থানীয়রা রাণীশংকৈলে নির্বাচনী সহিংসতায় পৃথক ৩ মামলায় আসামি ৮০০

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মত বিনিময়

নানা আয়োজনের মধ্য দিয়ে ৪দিনব্যাপী ঐতিহ্যবাহী গর্ভেশ্বরী শ্মশানে শ্রীশ্রী শ্যামা পূজা ও মেলা সমাপনী

দিনাজপুরে শান্তি সমাবেশে সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এমপি জনগন থেকে বিচ্ছিন্ন বিএনপি এখন দিশেহারা হয়ে পড়েছে

রাণীশংকৈলে জামায়াতে ইসলামীর আদর্শ শিক্ষক সমাবেশে আলোচনা সভা অনুষ্ঠিত

রুহিয়ায় চোর সন্দেহভাজন ১ জন আটক

এই দেশকে টেনে আর নিচে নামানো যাবেনা ———-নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ