কাহারোল প্রতিনিধি\ দিনাজপুরের কাহারোল উপজেলায় ৬টি ইউনিয়নে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করে সফলতার মূখ দেখছেন কৃষকেরা। কাহারোল উপজেলা কৃষিস¤প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি গ্রীষ্মকালীন মৌসুমে উপজেলায় ৩৫ বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করেছেন ৩৫ জন কৃষক। কৃষি বিভাগ প্রনোদনা হিসেবে কৃষকদের পেঁয়াজ চাষের জন্য সকল প্রকার উপকরন দিয়েছেন কৃষি বিভাগ। শীতকালীন পেঁয়াজের চাষ হত কাহারোল উপজেলায় বর্তমানে কৃষকেরা গ্রীষ্মকলীন পেঁয়াজ চাষ করছেন। ফলে পেঁয়াজ চাষাবাদসহ উৎপাদনের পরিধি বেড়েছে। এতে করে অর্থনৈতিক ভাবে লাভবান হচ্ছেন কৃষক। কাহারোল উপজেলা কৃষিস¤প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মলিকা রানী শেহান বিশ জানান, গ্রীষ্ম কালীন পেঁয়াজ চাষের জন্য কৃষকদের বীজ, সারসহ যাবতীয় উপকরন দেওয়া হয়েছে। উপজেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন প্রায় ৫৫-৬০ মেঃটন সম্ভাবনা রয়েছে। কৃষিবিভাগের সংশ্লিষ্ট উপসহকারী কৃষিকর্মকর্তাগণ কৃষকদের সঙ্গে সমন্ময় করে কৃষকদের পেঁয়াজ চাষে সকল প্রকার সহযোগিতা করছেন।