রবিবার , ২৮ আগস্ট ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে মহাদেবপুর জলেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল ছাত্রী মারধরের অভিযোগ !

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ২৮, ২০২২ ৩:০৬ অপরাহ্ণ

মোঃ মজিবর রহমান শেখ,,
শিক্ষা প্রতিষ্ঠানে শারিরীক শাস্তি নিষিদ্ধকরণের বিষয়ে হাই কোর্টের দিক নির্দেশনা অমান্য করে এবং সংবিধান পরিপন্থী হলেও একের পর এক শিক্ষার্থী মারপিটে নির্যাতন ঘটনা ঘটেই চলেছে। এমনই অভিযোগ উঠেছে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার মহাদেবপুর জলেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান দুলালের বিরুদ্ধে। তিনি ঐ স্কুলের দুই ছাত্রীকে শারিরীক শাস্তি দিয়ে নির্যাতন করেছেন বলে অভিযোগ দাখিল করেছেন ভূক্তভোগী পরিবার।
অভিযোগে জানা যায়, সম্প্রতি বুধবার (২৪ আগষ্ট) সকাল ১০টায় মহাদেবপুর জলেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ইয়াসমিন (১৪) এবং সপ্তম শ্রেণীর ছাত্রী আরফিনা (১২)। শারিরীক অসুস্থ্যতার কারণে বিদ্যালয়ের এসেমব্লিতে (পিটি) অংশগ্রহণ করতে পারেনি। সে সময় তারা ক্লাস রুমেই বসে ছিল। এমন সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল ছাত্রীদের জিঙ্গাসা করার সাথে সাথেই গাছের কাঁচা ডাল দিয়ে পিটাতে শুরু করে। এতে ঐ দুই শিক্ষার্থী গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে ইয়াসমিনকে তার পরিবার গ্রাম চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা নেন এবং আরফিনাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, আসাদুজ্জামান দুলাল স্যার তিনি আমাদের কাঁচা জিয়া গাছের ডাল দিয়ে মেরেছিল, আমরা বিষয়টি কাউকে জানাইনি। তিনি প্রায় শিক্ষার্থীদের উপর এ ধরনের নির্যাতন চালান।
প্রধান শিক্ষক আসাদুজ্জামান দুলাল বলেন, আপনি স্কুলে আসেন, তার পরে কথা হবে। স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মানবিন্দু রায় বলেন বিষয়টা আমি শুনেছি। আমার কাছে দুই পরিবারের অবিভাবক এসেছিল আমিও তাদের দেখতে গিয়েছিলাম। তবে শিক্ষক যে কাজটি করেছে তিনি অপরাধ করেছেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াহেদ আলী বলেন আমার বিষয়টি জানা নেই। আমি সবে মাত্র যোগদান করেছি। তিনদিন হলো প্রশিক্ষণে ছিলাম। তবে বিষয়টি জেনে তদন্ত সাপেক্ষে উর্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাসান রাশেদের শাস্তি দাবিতে দ্বিতীয় দিনেও শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

পীরগঞ্জে ভোমরাদহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাইসুল সম্পাদক কামাল

পদ্মা সেতুর উদ্বোধন উদযাপনে নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’

ঘোড়াঘাটে চাল ও বস্তার টাকা আত্মসাৎ করে আত্মগোপনে খাদ্য কর্মকর্তা

ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

বীরগঞ্জে জমি সংক্রান্ত বিবাদে ভূমিহীন পরিবারের বাড়িঘর ভাংচুর, নারী-পুরুষ সহ আহত -৪

বীরগঞ্জে অগ্নিকান্ডে ৪০লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই

দিনাজপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

দিনাজপুরে ইউএনও’র হস্তক্ষেপে স্কুল ছাত্রীর বাল্য বিয়ে থেকে রক্ষা