চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ২নং সাতনালা ইউনিয়নে আজ মঙ্গলবার উপ-নির্বাচন শান্তিপূর্ণ সম্পন্ন হয়েছে। এ উপ-নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বšিদ্বতা করেন। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত ধানেরশীষের প্রার্থী মো. এনামুল হক শাহ্ ৩ হাজার ৩৮০ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রাথী নৌকা মার্কা পেয়েছেন ২ হাজার ৮১৩ ভোট।