খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট বাইপাস এলাকায় গাঁজা বিক্রির সময় গণেশ মহত (৩৫) নামে এক ব্যক্তি হাতেনাতে আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদÐ ও ২০০ টাকা জরিমানা সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।
সোমবার (১৬ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে থানা পুলিশ।
আটক গণেশ রায় উপজেলার আংগারপাড়া ইউনিয়নের আরাজী যুগীর ঘোপা গ্রামের সুরুজ মহতের ছেলে।
ইউএনও কামরুজ্জামান সরকার আজকের পত্রিকাকে জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এইজন্য সবার সহযোগিতা প্রয়োজন।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক জানান, দÐপ্রাপ্ত গণেশ মহতকে মঙ্গলবার (১৭ জুন) জেলা কারাগারে পাঠানো হয়েছে।