বুধবার , ২ জুলাই ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রসূতির মৃত্যু: সংবাদ প্রকাশের পর আদালতের নির্দেশে বীরগঞ্জের একতা ক্লিনিকে তদন্তে পিবিআই

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ২, ২০২৫ ৩:৩০ অপরাহ্ণ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বীরগঞ্জে আশা মনি নামের এক প্রসূতির মৃত্যুর ঘটনায় বিভিন্ন সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি আদালতের নজরে এলে তা আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়। এরই প্রেক্ষিতে আজ মঙ্গলবার (১ জুলাই ২০২৫) দুপুরে পিবিআই দিনাজপুরের একটি তদন্তকারী দল বীরগঞ্জে আসে।

পিবিআই’র এডিশনাল ডিআইজি মো. মাহফুজ্জামান আশরাফের নেতৃত্বে দলটি বীরগঞ্জ পৌর শহরের একতা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে ক্লিনিক মালিক ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করে এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) শাওন কুমার দাস উপস্থিত ছিলেন।
পিবিআই’র এডিশনাল ডিআইজি মো. মাহফুজ্জামান আশরাফ জানান, প্রসূতি আশা মনি গত ২০ জুলাই সন্তান প্রসবের জন্য ক্লিনিকে ভর্তি হন এবং অপারেশনের সময় মারা যান। এ ঘটনায় জাতীয় দৈনিক যায়যায়দিন, কালের কণ্ঠ, ইত্তেফাক ও নিউজ ২৪ চ্যানেল সহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এর পর দিনাজপুর আদালত বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়ে মিসকেস নং ১/২৫ হিসেবে মামলা গ্রহণ করে।

তদন্তে অপারেশন প্যাডে কখনো ‘একতা ক্লিনিক’ আবার কখনো ‘নিউ একতা ক্লিনিক’ লেখা থাকাসহ লাইসেন্স, চিকিৎসকের যোগ্যতা ও অন্যান্য কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। অপারেশনকারী চিকিৎসকের নামের পাশে ‘এএফসি পিএস’ লেখা থাকায় বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে তিনি এ ধরনের অপারেশন করার আইনগত অধিকার রাখেন কি না।
আদালতের নির্দেশে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত কিছু বলা যাবে না বলে তিনি জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অলিম্পিকে মুখোমুখি হচ্ছে জার্মানি-ব্রাজিল

হিলি স্থলেবন্দরে আমদানি-রপ্তানি শুরু

দিনাজপুরে জলবায়ু পরিবর্তনের বিরু’দ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মান’বব’ন্ধন

বাবার জমির ভাগ দিচ্ছেন না সৎ ভাইয়েরা, বোনের অভিযোগ

বীরগঞ্জে নদীর চরে ধান চাষে ঘুরে দাঁড়াবার স্বপ্ন নদীপাড়ের কৃষকের

প্রথম ধাপে ইউপি নির্বাচন: ৩৫৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, বিনাভোটে পাস ৩১ চেয়ারম্যান

ব্যস্ত সময় পার করছে কৃষকরা বীরগঞ্জে বোরো ধান কাটার ধুম

ঠাকুরগাঁওয়ে মেডিকেল ছাত্র শাফিনের ব্যতিক্রমী উদ্যোগ শীত বস্ত্র বিতরণ

ঠাকুরগাঁয়ে চোলাই মদসহ স্বামী স্ত্রী গ্রেফতার

বীরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান দেখে ক্লিনিক কক্ষে রোগীকে তালা বদ্ধ করে পালিয়ে গেল কর্তৃপক্ষ