বিরল (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বিরলে বিদুৎস্পৃষ্ট হয়ে এক ধান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃতঃ ধান ব্যবসায়ী উপজেলার রাণীপুকুর ইউপি’র জগৎপুর চাঁনপাড়া গ্রামের মৃতঃ বজির মোহাম্মদের ছেলে রশিদুল ইসলাম (৪৮)।
স্থানীয়রা জানায়, রোববার রাতের ঝড়ে ধান ব্যবসায়ী রশিদুলের বাড়ীর সামনে বিদ্যুতের তার ঝুলে পড়ে। পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিরল জোনাল অফিসে মৌখিক ভাবে অভিযোগ দিলে সোমবার সন্ধ্যা ৭ টার দিকে পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান লাইন মেরামতের জন্য তার বাড়ীর সামনে যায়। এসময় ধান ব্যবসায়ী রশিদুল লাইম্যানদের দেখে বাড়ীর সামনে ঝুলে থাকা বিদ্যুতের একটি আরথিং এর তার সরিয়ে দিতে গিয়ে অসাবধানতা বশত তিনি ওই তারের সাথে জড়িয়ে পড়ে। বিদুৎ লাইন ম্যান ও স্থানীয়রা তাকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এমএআর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।