বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী কাটলা এলাকা থেকে পুলিশ তিন মাদক সেবীকে আটক করে ভ্রাম্যমান আদালতে দিলে আদালত প্রত্যেককে তিন মাস করে কারাদÐ দিয়েছে। সোমবার পুলিশ তাদেরকে দিনাজপুর কারাগারে পাঠিয়েছে।
দÐপ্রাপ্তরা হলেন, দক্ষিণ রামচদ্রপুর গ্রামের রনি বাবু ও রিপন বাবু এবং দক্ষিণ কাটলা গ্রামের আরিফুল ইসলাম।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, উপজেলার কাটলা এলাকায় অভিযান চালিয়ে রবিবার রাতে পুলিশ তিন মাদক সেবীকে আটক করেছে। আটককৃতদের বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট নুজহাত তাসনীম আওনের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে তিন মাস করে কারাদÐ দিয়েছেন। সোমবার তাদেরকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।