বোদা(পঞ্চগড়)প্রতিনিধি\ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদায়,উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও সেরা মাঠ কর্মীদের মাছে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সোমবার বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.লুৎফুল কবীর। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উম্মে সানজিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বোদা প্রেসক্লাবের সভাপতি আমির খসরু লাবলু সহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে কাজের সাফল্য হিসেবে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ পুরস্কার বিতরণ করা হয়।