মিজানুর রহমান হরিপুর প্রতিনিধি: লকডাউনের দ্বিতীয় দিনেও সরকারি নির্দেশনা মানা হচ্ছে না ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার যাদুরাণী বাজারে। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধিও। ক্রেতা বিক্রেতা কারো মুখেই নেই মাস্ক। উপেক্ষিত হচ্ছে সামাজিক দূরত্ব।
নির্দেশনা অনুযায়ী খোলা জায়গায় কাঁচাবাজার সরিয়ে নেয়ার কথা থাকলেও তা মানছেন না ব্যবসায়ীরা। কেউ কেউ আবার বলছেন, স্থান সংকটের কারণে দোকান সরানো যাচ্ছে না।
উপজেলার বিভিন্ন হাটবাজারগুলোতে এখনো গাদাগাদি করে বেচা কেনা করতে দেখা গেছে। এতে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় থাকছে না। পাশাপাশি বেশিরভাগ ক্রেতা ও বিক্রেতাকে মাস্ক ছাড়াই বেচা কেনা করতে দেখা গেছে। অনেকের মাস্ক থাকলেও ব্যবহারে উদাসীন।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, দোকানপাট প্রায় সবই খোলা। বিধিনিষেধ বাস্তবায়নে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও খুব একটা দেখা যাচ্ছে না।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শুধু প্রজ্ঞাপন জারি করলেই চলবে না। স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি বাড়াতে হবে। দ্রুত ব্যবস্থা নেয়া না হলে দেশে করোনা আরো ভয়াবহ রূপ নিতে পারে।
এ বিষয়ে জানতে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিমের সাথে মঙ্গলবার বিকাল ৫:২৪ মিনিটে মুঠোফোনে কল দিলে ফোন রিসিভ করেনি।