পীরগঞ্জ প্রতিনিধি : ” শিশু অধিকার জানি, অন্যকে জানাই ” এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বে-সরকারি উন্নয়ন সংস্থা গুডনেইবারস বাংলাদেশ এর আয়োজনে সুর্য্যপুর প্রাথমিক বিদ্যালয় চত্তরে এই অনুষ্ঠান হয়।
গুডনেইবারস পীরগঞ্জ সিডিপি’র ম্যানেজার বিধান মÐল এর সভাপত্বিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহাজাহান আলী, ভাদুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, সুর্য্যপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়, কনটেন্ট ক্রিয়েটর হিমালয় রায়, সংস্থার প্রোগ্রাম ম্যানেজার শান্ত চিরান,গুডনেইবারস শিশু পরিষদের সভাপতি পুজা রাণী রায়সহ আর অনেকে। আলোচনা শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়
সভায় অতিথিবৃন্দ শিশু অধিকার, বাল্যবিবাহ, শিশুশ্রম, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকার সুফল, ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় মনোযোগী হওয়া উপর আলোক পাত করেন।