পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের বালক (অনুর্ধ্ব ১৭) উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজনে টুনার্মেন্টের উদ্বোধন করেন সাবেক এমপি ইমদাদুল হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, উপজেলা ক্রিড়া সংস্থার সহ সম্পাদক রেজওয়ানুল আমিন রেজু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহŸাক নূর নবী চঞ্চল। এ বারের আসরে পীরগঞ্জ পৌরসভা সহ উপজেলার ১০টি ইউনিয়ন অংশ নিয়েছে। উদ্বোধনী খেলায় হাজীপুর ইউনিয়ন পরিষদ বৈরচুনা ইউনিয়ন পরিষদকে ২-১ গোলে পরাজিত করে।