দিনাজপুরের বিভিন্ন উপজেলায় জুলাই পুনর্জাগরনে সমাজ গঠনে শপথ পাঠ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
হাকিমপুর
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের হিলিতে জুলাই পুনর্জাগরনে সমাজ গঠনে শপথ পাঠ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহাবুবুর রহমানসহ অনেকে। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিরল
বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরলেও জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনে ‘সেবা মেলা ও লাখো কন্ঠে শপথ পাঠ’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বিরল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান উপলক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সেবা মেলা এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা, সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আখতারুজ্জামান, সমাজ সেবা অফিসার আনিছুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, মাধ্যমিক শিক্ষা অফিসার রাবেয়া খাতুন, প্রাথমিক শিক্ষা অফিসার মুর্শিদা বেগম, পল্লী উন্নয়ন অফিসার সুবল রায়, সহকারী প্রোগ্রামার জাকির হোসেন, উপজেলা জামায়াতের আমীর হাফেজ মোঃ আব্দুর রশিদ, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি নাজমুল ইসলাম, থানার এসআই সোহেল রানা, এনসিপির উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মোকাম্মেল হোসেন, ছাত্রপ্রতিনিধি হারুনুর রশীদ, প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ও দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম জহির প্রমূখ। বক্তব্য শেষে সকলে দাড়িয়ে একইসাথে লাকোকন্ঠে শপথ পাঠ করেন ।
খানসামা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন,সমাজসেবা কার্যালয় ও মহিলা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা ইউএনও কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন আক্তার,সমাজসেবা অফিসার তমিজুল ইসলাম,খানসামা সাব-জোনাল অফিসের এজিএম এ এসএম রাকিবুল হাসান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আজিজার রহমান প্রমুখ।এসময় কেন্দ্রীয় অনুষ্ঠানের ভিডিও কনফারেন্সে সংযুক্ত জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠের সাথে সাথে শপথ বাক্য পাঠ করা হয়।এরপর সমাজসেবা কার্যালয় আয়োজিত উপজেলার ৫জন প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়
ঘোড়াঘাট
ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি\দিনাজপুরের ঘোড়াঘাটে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ পাঠ, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা সমাজ সেবা ও মহিলা অধিদপ্তরের সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি দু’টি পর্বে দেখানো হয়। প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থাকা এবং দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এসিল্যান্ড আব্দুল আল মামুন কাওছার শেখ, জামায়াতে ইসলামি বাংলাদেশ ঘোড়াঘাট উপজেলা শাখার আমির মো.মোফাফখায়ের ইসলাম মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজার রহমান লাবলু, এনসিপির উপজেলা কমিটির আহŸায়ক আব্দুল মান্নান সরকার,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা শাখার সংগঠক আবু রায়হান ও মো.তারেক রহমান রাজু প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুজ্জামান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমার সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তুষার কান্তি দাস,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়াসহ অনেকে।
চিরিরবন্দর
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: জুলাই পুনর্জাগরণে সমাজ গঠন’ প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্সের হলরুমে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য এবং শপথ পাঠ করান সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফতেহা তুজ জোহরা, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোহরা সুলতানা, থানার অফিসার ইনর্চাজ (ওসি)মো.আব্দুল ওয়াদুদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার রায়হান আলী,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহি, ট্রেজারী অফিসার সামিউন বুশরা, জাতীয় নাগরিক পাটির উপজেলা প্রধান সমন্বয়কারী সোহেল সাজ্জাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমান, চিরিরবন্দর প্রেস ক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কার্যালয়ের উপকারভোগী, স্থানীয় প্রতিনিধি ও যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের বৈষম্যহীন সমাজ গঠনের অঙ্গীকারে শপথ পাঠ করানো হয়।
ফুলবাড়ী
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের প্রত্যয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বেলা ১১টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ হল রুমে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ অংশ গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলীর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আকতারুজ্জামান এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, উপজেলা খাদ্য কর্মকর্তা সোহেল আহমেদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নবীউল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারী মঞ্জুরুল হক, পৌর বিএনপির সভাপতি আবুল বাসার, সেক্রেটারী সাহাজুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফুলবাড়ী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. ইমরান চৌধুরী নিশাদসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, নারী উদ্যোক্তা, সুধীজন।
প্রথমার্ধের আলোচনা শেষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ন্যায় এক যোগে শপথবাক্য পাঠ করা হয়। দেশ গঠনে সবাইকে সচেতন করতে জুলাই চেতনাকে ধারণ করতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।