ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় প্রস্তাবিত ইপিজেড স্থাপনের ঘোষণার প্রতিবাদে দিনাজপুরের ঘোড়াঘাটে আদিবাসীদের রোড মার্চ ও স¤প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে সাহেবগঞ্জ কাটাবাড়ি এলাকা থেকে শুরু হয়ে দীর্ঘপথ পাড়ি দিয়ে ঘোড়াঘাট উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয় এই রোড মার্চ। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কের সভাপতিত্বে ও সহ-সম্পাদক আনিছুর রহমানের সঞ্চালনায় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন,গাইবান্ধা আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহŸায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের জাহাঙ্গীর কবির, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ফারুক কবির, ঘোড়াঘাট উপজেলা আদিবাসী উন্নয়ন সংস্থার সভাপতি লুইস মুর্মু ও সদস্য রিপন বেসরা জয়, জাতীয় আদিবাসী পরিষদের পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জসেপ সরেনসহ আরও অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, সাহেবগঞ্জ বাগদা ফার্মের ১৮৪২.৩০ একর জমি সিএস রেকর্ডভুক্ত আদিবাসীদের পৈত্রিক সম্পত্তি।১৯৬২ সালে তৎকালীন সরকার এই জমি মহিমাগঞ্জ সুগার মিলের জন্য ইক্ষু চাষের উদ্দেশ্যে রিকুইজিশন করে। রিকুইজিশনের চুক্তিতে স্পষ্ট উল্লেখ ছিল, ইক্ষু চাষ না হলে উক্ত জমি খেসারত সহ পূর্ব মালিকদের ফিরিয়ে দিতে হবে।
গত ২৬ মার্চ সালে গাইবান্ধা জেলা প্রশাসক বাগদা ফার্ম এলাকায় ইপিজেড করার ঘোষণা দেন, যা তিন ফসলি জমি ও আদিবাসীদের পৈত্রিক জমির উপর আঘাত হিসেবে দেখা হয়েছে। এছাড়া সমাবেশে বাগদা ফার্মের জমি আদিবাসীদের ফেরত, তিন ফসলি জমিতে ইপিজেড নির্মাণ পরিকল্পনা বাতিল ও ২০১৬ সালের সাঁওতাল হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানান।
এসময় সমাবেশে প্রিসিলা মুর্মু, ব্রিটিশ সরেন, ঘোড়াঘাট উপজেলা আদিবাসী উন্নয়ন সংস্থার কোষাধ্যক্ষ জুয়েল টুডু সহ আদিবাসী ও বাঙালি স¤প্রদায়ের শতাধিক লোক উপস্থিত ছিলেন।