আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে কৃষকদের অংশগ্রহনে “কৃষি সমৃদ্ধি” -প্রোগাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’র আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী এই পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর, খামার বাড়ি, পঞ্চগড়ের উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন।
উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত কংগ্রেসে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর, পঞ্চগড়ের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) সুবোধ চন্দ্র রায়, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন, উপজেলা সমবায় অফিসার মোঃ ফারুক হোসেন এবং নিজের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন পিএফএস কৃষক আমেনা বেগম।
অনুষ্ঠিত কংগ্রেসে কৃষি ক্ষেত্রে অত্র উপজেলায় উন্নয়নের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা সম্বলিত ভিডিও চিত্র উপস্থাপন করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ।
প্রধান অতিথি মোঃ আব্দুল মতিন ও সভাপতি মোঃ আরিফুজ্জামান তাদের বক্তব্যে বলেন, “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের মাধ্যমে উচ্চ ফলনশীল, ঘাতসহনশীল ও পুষ্টি সমৃদ্ধ ধান জাত উদ্ভাবন ও সম্প্রসারনের পথ সুগম হচ্ছে। এর মাধ্যমে বীজ উৎপাদন ও বিপননে কার্যকর নেটওয়ার্ক গড়ে উঠবে এবং কৃষকরা আধুনিক ও লাভজনক ধানচাষে উদ্বুদ্ধ হবেন। তিনারা আরো বলেন, এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি সমৃদ্ধ কৃষি নির্ভর দেশ হিসেবে গড়ে উঠবে।#