তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা মডেল মসজিদ হল রুমে এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
কৃষির উৎপাদন বৃদ্ধি,নতুন জাতের স¤প্রসারণ,কৃষিপণ্যের বাজার জাতকরণ, খাদ্যের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি-তথ্য ছড়িয়ে দেওয়াসহ প্রযুক্তি ও কলাকৌশলের টেকসই সহায়তা প্রদান করা এই কংগ্রেসের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আব্দুল মোতালেব এর সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন,অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) সুবোধ চন্দ্র রায়, দিনাজপুর অঞ্চল কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ,তেঁতুলিয়া উপজেলা সমবায় অফিসার মামুনুর রশিদ ,উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসার জীবন ইসলাম ।