শুক্রবার , ১০ জানুয়ারি ২০২৫ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বোদায় সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে ফেসবুক ফেক আইডিতে আপত্তিকর তথ্য প্রকাশ করায় সংবাদ সম্মেলন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ১০, ২০২৫ ১২:১১ অপরাহ্ণ

বোদা(পঞ্চগড়)প্রতিনিধি\পঞ্চগড়ের বোদা পৌর বিএনপির ১নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রদল নেতা, ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরিফুর রহমান এর বিরুদ্ধে আয়শাকা মালেকা নামের একটি ফেসবুক ফেক আইডিতে জামায়াত কর্মীর কাছে চাঁদার দাবী ও নির্যাতন করার এক মিথ্যা প্রচারনার বিরুদ্ধে বুধবার (৮ জানুয়ারী) জেলার বোদা পৌর এলাকা ভাসাই নগর আরিফুর রহমানের ব্যবসায়িক প্রতিষ্ঠানে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই এলাকার নাজির পাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আরিফ হোসেন এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে আরিফ হোসেন জানান গত শুক্রবার (৩ জানুয়ারী) সে মাহেন্দ্র দিয়ে আরিফুর রহমানের জমির উপর দিয়ে ইট ভাটায় মাটি পরিবহন করছিল। এ সময় আরিফুর রহমান তার জমির উপর দিয়ে মাটি ভর্তি মাহেন্দ্র চলাচল করতে নিষেধ করে। ওই ঘটনাকে কেন্দ্র করে আয়শাকা মালেকা নামের একটি ফেসবুক ফেক আইডিতে আরিফুর হোসেনকে জামায়াতের কর্মী বানিয়ে তাকে নির্যাতন করা হয়েছে এবং সাবেক কাউন্সিলর আরিফুর রহমান তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে বলে উল্লেখ করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরিফুর হোসেন বলেন, সে জামায়াতের সদস্য নয়। তার কাছে সাবেক কাউন্সিলর কোন প্রকার চাঁদা দাবী করেন নি। আরিফুর হোসেন আরো জানান, তিনি দীর্ঘদিন সাবেক কাউন্সিলর আরিফুর রহমানের মাহেন্দ্র চালক ছিলাম এবং ইট ভাটার ম্যানেজারের দায়িত্ব পালন করেছিলাম। সাবেক কাউন্সিলর এখনো তার কাছে ৩০ হাজার টাকা পাওনাদার এবং সে তার পরিবারকে আর্থিক ভাবে অনেক সহায়তা করেছেন। আয়শাকা মালেকা নামের একটি ফেসবুক ফেক আইডিটির সাথে আমার কোন সম্পর্ক নাই। আমার সাথে কোন প্রকার যোগাযোগ ছাড়াই ফেসবুক আইডিতে তাদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রকাশ করেছে এবং সাবেক কাউন্সিলর আরিফুর রহমানের ব্যক্তি, পারিবারিক ও রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করার জন্য ওই মিথ্যা তথ্য প্রচার করে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। সংবাদ সম্মেলনে বোদা পৌর বিএনপির আহবায়ক আব্দুস সামাদ তারা, সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিম্ময়, যুগ্ম আহবায়ক সাজ্জাদার রহমান জুয়েল, পৌর ছাত্রদলের সদস্য সচিব ফারহান মামুনুর রশিদ জীবন, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মামুনুর রশিদ দুলু, পৌর বিএনপির ১নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রদল নেতা, ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরিফুর রহমান সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বোদা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে রুহিয়া ডিগ্রী কলেজের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী

ঠাকুরগাঁওয়ে টিসিবি’র পন্য বিক্রি কিনতে মানুষের দীর্ঘ সারি

নানা আয়োজনের মধ্যে দিয়ে ঐতিহ্যবাহী রাজবাটি গর্ভেশ^রী শ্মশান ঘাটের শ্রী শ্রী শ্যামা পূজার সমাপনী

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে নারীসহ ৯ জনের মৃত্যু

উঠানে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে প্রাণ গেলো শিশুর

উঠানে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো শিশুর

মেডিকেলে চান্স পাওয়া মেয়ের পড়ালেখার দায়িত্ব নিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জটিল রোগে আক্রান্ত ২৮ জন ব্যক্তিদের মাঝে ১৪ লাখ টাকা চেক বিতরণ করা হয়।

পঞ্চগড়ে শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতার উপজেলা পর্যায়ে বাছাই

ঠাকুরগাঁওয়ে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া, বিএনপি নেতা আটক

ছাত্র-জনতা মানববন্ধন করে বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক কে তার আসনে বসানো হলো