বৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে ৫৩৩বস্তা সরকারী চাল উদ্ধার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ৭, ২০২৫ ১০:৩৯ অপরাহ্ণ

দিনাজপুর প্রতিনিধি \
গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিত্বে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে দিনাজপুরের বীরগঞ্জে মোমর ট্রের্ডাস নামে একটি প্রতিষ্ঠানের গুদাম থেকে ৫৩৩বস্তা সরকারী চাল উদ্ধার করেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তর।
প্রতিষ্ঠানের মালিক মোঃ জামিনুর রহমান দাবি করেন তিনি চালটি রসিদ মুলে ক্রয় করেছেন। তবে ডিও গ্রহিতা নিয়ম নীতি না মেনে চালটি বিক্রয় করেছে এবং সেকারণে প্রাথমিকভাবে এই চালের মজুদ অবৈধ বলে প্রতিয়মান হওয়া চাল জব্দ করে গুদামে তালা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বীরগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহামুদুল হাসান।

তিনি বলেন, গত ৩আগষ্ট আনসার ও গ্রাম পুলিশ টাঙ্গাইল জেলা কমান্ডার কামরুজ্জামানের নামে ২২.১২০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয় সরকার। এই বরাদ্দের ১৬মেট্রিক টন (৫৩৩বস্তা) চাল ছয়আনী বাজার চাউল পট্টি টাঙ্গাইলের ব্যবসায়ী মেসার্স নিলয় ট্রেডার্সের মালিক মোঃ আমিনুল ইসলামের কাছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা মরিচা ইউনিয়নের মরিচা কোনপাড়া গ্রামের ব্যবসায়ী মোঃ জামিনুর রহমান ক্রয় করে তার গুদামে মজুদ রাখে। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিত্বে বৃহস্পতিবার দুপুর ৩টা হতে ৫টা পর্যন্ত পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে উক্ত গুমাদে মজুদকৃত চাল জব্দ করে গুদামটি তালা দেওয়া হয়েছে। বিষয়টি উর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। নির্দেশ মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছাঃ খালেদা বানু জানান, অভিযানে ৫৩৩বস্তা সরকারী চাল জব্দ করা হয়েছে। বস্তাগুলিতে খাদ্য অধিদপ্তর এবং নেট ওজন ৩০কেজি লেখা রয়েছে। জব্দকৃত চালের ডিও দেখে জানতে পারি চালগুলি টাঙ্গাইল আনসারকে প্রদান করা হয়।পরে আনসার সেই চাল নিলয় ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রয় করে দেয়। পরে তার কাছে বীরগঞ্জের ব্যবসায়ী মোঃ জামিনুর রহমান ক্রয় করেন। যেহেতু এই চাল বীরগঞ্জ উপজেলার নয়।একারণে বিষয়টিতে আমাদের দায়বদ্ধতা নেই।আমরা ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসার এবং বীরগঞ্জ থানার ওসিকে অবহিত করেছি। এ ব্যাপারে উনারা আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর শিক্ষা বোর্ডের অনিয়ম আড়াল করতে অডিট টিমের ঘুষ লেনদেনের অভিযোগে দুদক অভিযান

ঠাকুরগাঁওয়ে কালের পরিবর্তে গরুর হাল বিলুপ্তির পথে –কৌশলের পদ্ধতিতে ঘোড়া দিয়ে জমিতে হালচাষ

হরিপুরে বেশি দামে সার বিক্রি করায় ৫ডিলারকে ১ লক্ষ১০ হাজার টাকা জরিমানা

করোনায় একদিনে আরও ১৭৮ জনের মৃত্যু

ঘোড়াঘাটে মহান স্বাধীনতা দিবস পালিত

লায়ন্স ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

চিরিরবন্দরে সেতুর নিচ থেকে দপ্তরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

বীরগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপিত

হিলিতে মানববন্ধন, ২ ঘন্টা আমদানি-রপ্তানি বন্ধ

রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ