পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রান তহবিলে ১২ হাজার টাকা সংগ্রহ করে পাঠিয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের মাধ্যমে এ টাকা পাঠিয়েছেন তারা। এ সময় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারুল বেগম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহকারি শিক্ষক রাজিউর রহমান রাজা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।