হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী, দিনাজপুরের সামগ্রীক উন্নয়নের রূপকার প্রয়াত খুরশীদ জাহান হক-এর সুযোগ্য চার সন্তান জনাব শাহরিয়ার আখতার হক, ড. হাসনাইন আকতার হক, সানজিদ আক্তার হক ও ত্বাসীন আক্তার হক। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস.এম. এমদাদুল হাসান, বিভিন্ন শাখার পরিচালকবৃন্দ সহ অন্যান্য শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা,কর্মচারীবৃন্দ এবং জিয়া হার্ট ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ। মতবিনিময় শেষে তারা হাবিপ্রবির খুরশীদ জাহান হক হল পরিদর্শন করেন এবং তাদের মায়ের নামে হলের নামকরণ করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও কৃতজ্ঞতা জানান। এ সময় ভাইস-চ্যান্সেলর মহোদয় ১৬ এপ্রিল ২০০২ সালে প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হক-কর্তৃক বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ উদ্বোধন এবং পুর্নাঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে যাত্রা শুরু হয় এজন্য গভীর শ্রদ্ধার সাথে তাঁকে স্মরণ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে অবদান রাখতে বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, উন্নয়ন ও জনকল্যাণে নিবেদিত এই গুণীজনের সুযোগ্য চার সন্তানের প্রতি আহবান জানান।