চিরিরবন্দর(দিনাজপুর)প্রতিনিধি:দিনাজপুরের চিরিরবন্দরে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৫ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার অফিসার্স ক্লাবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দিনাজপুর জেলা কার্যালয়ের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার একেএম শরীফুল হক।
সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমার সভাপতিত্বে এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. হাসেমী রাফজান, উপজেলা মৎস্য অফিসার সুমন কুন্ডু, দিনাজপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মনজিল হোসেন, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, খাদ্য ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ঈমাম, শিক্ষক, পুরোহিতসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।