বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিনেও সরকারি বিধিনিশেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে আছেন বীরগঞ্জ থানা পুলিশ। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধানের নেতৃত্বে পৌরসভার অলিগলি ও উপজেলার বিভিন্ন হাট-বাজারে টহল দিতে দেখা গেছে। এসময় রাস্তাঘাট ছিলো অনেকটাই ফাঁকা। গণপরিবহন বন্ধ থাকলেও পণ্যবাহী ও জরুরি সেবাদানকারী যান চলাচল করছে। পৌরশহরে শপিং মল ও দোকানপাট বন্ধ থাকলেও খোলা রয়েছে নিত্যপালনীয় পণ্যের দোকান। সরকারের জারি করা ১৩ দফা বিধিনিশেধ সংক্রান্ত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুরো উপজেলায় চলছে পুলিশের প্রচার-প্রচারণা। এই কর্মসূচি বাস্তবায়ন করতে অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) আব্দুল ওয়ারেস সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারেস জানান, লকডাউন বাস্তবায়ন বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে যানবাহন থামিয়ে জিজ্ঞাসাবা করাসহ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে কঠোর অবস্থানে থেকে মাঠ পর্যায় কাজ করছে পুলিশ। সরকার ঘোষিত এ কার্যক্রম বাস্তবায়নে পুলিশের তৎপতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।