আটোয়ারী( পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মঙ্গলবার ( ১৯ আগস্ট) বিকেলে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে উপজেলার মৎস্যজীবিদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। “অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি ” এই ¯েøগানকে সামনে রেখে ১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট ২০২৫ পর্যন্ত উপজেলার মৎস্য খাতকে সমৃদ্ধি করতে ৭ দিন ব্যাপি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে গত ১৮ আগস্ট সপ্তাহের প্রথম দিনে আলোচনা সভা , র্যালি, সফল মাছ চাষীদের পুরস্কার প্রদান, পোনামাছ অবমুক্তকরণ ও মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে ধারণা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার( ১৯ আগস্ট) মৎস্য চাষীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মৎস্য সপ্তাহের অবশিষ্ট অন্যান্য দিনগুলোতে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা, অবৈধ মাছ ধরার জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা, মৎস্য চাষীদের পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ কর্মসূচিসহ সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা(অ.দা.) মোঃ মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহাজাহান মানিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, মৎস্যজীবি মোঃ সহিদুল ইসলাম, শান্তি রাণী, আলাল চন্দ্র দাস প্রমুখ।