পঞ্চগড় প্রতিনিধি\সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের এন্ট্রিপদ নবম গ্রেড ধরে চারস্তরের একাডেমিক পদসোপানের এক দফা দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার দুপুরে জেলা শহরের শেরে বাংলা পার্কের পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কের পাশে ওই কর্মসূচি পালন করেন শিক্ষকরা। কর্মসূচিতে জেলার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে তারা মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের ন্যায্য মর্যাদা ও পদোন্নতির সুনির্দিষ্ট কাঠামো নিশ্চিত করার দাবি জানান। ঘন্টাব্যাপি মানববন্ধনে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম, আবু তালেব, আফজাল হোসেন, বিষ্ণু প্রসাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুয়েল ইসলাম অপু, দেবীগঞ্জ অলদিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম প্রমূখ বক্তব্য দেন।