ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা জামায়াতের উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১আগস্ট) বিকেল সাড়ে ৩টায় পৌর শহরের টাইম স্টার কমিউনিটি সেন্টারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সহকারী অঞ্চল পরিচালক (রংপুর,দিনাজপুর) অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, সহকারী জেলা সেক্রেটারি মো. সাইদুল ইসলাম সৈকত, জেলা কর্মপরিষদ সদস্য ও জামায়াত মনোনীত এমপি প্রার্থী (দিনাজপুর-৫) মো. আনোয়ার হোসেন, জেলা বায়তুল মাল সেক্রেটারি অধ্যাপক আ স ম ইব্রাহিম।
এছাড়া জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক ফুলবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান মনজুরুল কাদের বাবু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা মিজানুর রহমান, পৌর জামায়াতের আমির মাওলানা জয়নাল আবেদিন, সেক্রেটারি হাফেজ মুজাহিদুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সেক্রেটারি মাহবুব উল হোসাইন প্রমূখ। এসময় ফুলবাড়ী উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিয়ন ও ইউনিটের বাছাইকৃত কর্মীরা উপস্থিত ছিলেন।