বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য মজুত রাখায় খানসামায় এক ফার্মেসিকে জরিমানা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ২১, ২০২৫ ১০:২৬ অপরাহ্ণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় অনুমোদনহীন খাওয়ার স্যালাইন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রাখার দায়ে এক ফার্মেসি মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ অভিযানে উপজেলার ঘাটপাড় এলাকার সজীব ফার্মেসীতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় দোকান থেকে অনুমোদনহীন কোম্পানির খাওয়ার টেস্টি স্যালাইন ও সিভিট ট্যাবলেটসহ মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুতের প্রমাণ মেলে। পরে জব্দকৃত পণ্য পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান সরকার বলেন, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ যেকোনো পণ্য ও ওষুধ মজুত বা বিক্রির বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও