রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শান্তিপুর বরেন্দ্র অফিসের সামনে ২১আগষ্ট সন্ধায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে।
জানাযায়,হরিপুর থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রাক( ট-১১-৪৮৬১) ও রাণীশংকৈল থেকে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে বরেন্দ্র অফিসের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়। স্থানীয় লোকজন মোটরসাইকেল চালক জওগা গ্রামের মফিজ উদ্দীনের পুত্র রফিকুল ইসলাম (৪৫) কে উদ্ধার করে রাণীশংকৈল হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। দিনাজপুরে নিয়ে যাওয়ার পথে রাস্তায় সে মারা যায়।
এপ্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক মুঠোফোনে বলেন, এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। ট্রাকটি পালিয়ে গেছে, তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।