এসএম মশিউর রহমান সরকার, বালিয়াডাঙ্গী প্রতিনিধি।। পুর্বশত্রুতার জেরে হিংসার বসবতি হয়ে এক গরিব বর্গাচাষির দেড়বিঘা জমির বগুড়ার উন্নত জাতের কচুক্ষেত রাতের আধারে কেটে নষ্ট করেছে এলাকার চিহ্নিত দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে, উপজেলার দুওসুও ইউনিয়নের মহিষমারী ইজাব পাড়া গ্রামে। ক্ষতিগ্রস্ত কৃষক মৃত নজরুল ইসলমের ছেলে আব্দুস সামাদ জানান, গত ১৫ এপ্রিল বৃহস্পতিবার গভীর রাতে এলাকার চিহ্নিত কয়েকজন দুর্বৃত্ত আমার কচুক্ষেতটি দেখে ইরশান্নিত হয়ে কেটে নষ্ট করেছে। এতে আমার প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়। আমার এনজিও থেকে লোন নিয়ে এই দেড়বিঘা জমিতে কচুর আবাদ করি। এব্যপারে দুওসুও ইউনিয়ন চেয়ারম্যান পরিষদে লেখিত অভিযোগ করেছি। বিচার না পেলে বালিয়াডাঙ্গী থানায় কচুক্ষেত কেটে ২ লক্ষ টাকা ক্ষতিসাধনের একটি মামলা দায়ের করব।