বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ ডাক্তার এর কাছে রোগী নয়,রোগীর কাছে ডাক্তার এই প্রতিশ্রুতি নিয়ে বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের গড়ফতু গ্রামে গড়ফতু সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে করোনা দুর্যোগ লকডাউনে ঘড়বন্দী অসহায়,দুস্থ্য ও অসুস্থ্য মানুষের চিকিৎসা , খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণের আয়োজন করেন আন্তর্জাতিক চিকিৎসা সেবা সম্মাননা প্রাপ্ত গড়ফতু গ্রামের কৃতি সন্তান ডা: নুরুল আমীন। এ ব্যাপারে কথা হলে তিনি বলেন, অসহায়ত্বের কারণে এই এলাকার কোন মানুষ যেনো বিনা চিকিৎসায় অকালে মারা না যায় সেদিকে লক্ষ্য রেখে যতদিন বেচে থাকব অসহায়দের মাঝে নিজের প্রতিষ্ঠিত নাজাত হোমিও হল এর মাধ্যমে ফ্রি চিকিৎসা সেবা চালিয়ে যাবো। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিধি শতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান কে এম কুতুব উদ্দিন করোনা সংক্রামণ প্রতিরোধ করার জন্য ব্যক্তিগত ও সামাজিক দুরত্ব নিশ্চিতের মাধ্যমে নিজেকে রক্ষা করে দেশকে নিরাপদ রাখার আহ্বান জানান ।ফ্রি রোগী দেখার পাশাপাশি বিদেশী দাতা সংস্থা রিচ এইড ট্রাস্ট এর সহযোগীতায় প্রায় শতাধিক কর্মহীন,দুস্থ্য পরিবারের মাঝে ১০কেজি করে চাল, ডাল, খাদ্যসামগ্রী সহ ইফতার বিতরণ করা হয়। অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: আ: মালেক মাষ্টার এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন মো: ইজার আলী, সাবেক ইউপি সদস্য মো: আ: ছালাম, সমাজ সেবক ডা: আ: মতিন, মো: এমদাদুল হক, মো: জাহাংগীর আজাদ,বিশিষ্ট ব্যবসায়ী মো: নুর ইসলাম সহ এলাকার সুধীবৃন্দ।অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক মো: এনামুল হক ও গড়ফতু গ্রামের তরুনদের আইকন মো: আশরাফুল ইসলাম প্রমূখ।