ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে ভিক্ষুকদের মাঝে গরুসহ ডাল, তেল, চিনি, লবণ, আলু ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা চত্বরে প্রধান অতিথি জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম ২০জন ভিক্ষুকের মাঝে ৪ লাখ পঞ্চাশ হাজার টাকার গরুসহ ডাল, তেল, চিনি, লবণ, আলু ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়়াউল হাসান মুকুল উপস্থিত ছিলেন।
Thak_0001.jpg