স্টাফ রির্পোটার ঃ রাণীশংকৈলে পুকুরে ডুবে যুবকের মৃত্যু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নে পুকুরে ডুবে আফাজুল (৩৪) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃ*ত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ী বগুড়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুকুর থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। আফাজুল ওই এলাকার মৃত লসরৎ আলীর ছেলে। পরিবারের লোকজনের দাবি তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
স্থানীয় লোকজন ও নিহতের বড় ভাই সিরাজুল ইসলাম জানান, শনিবার আনুমানিক রাত ১১ টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ অনেক জায়গায় খোঁজাখুঁজি করেন। সোমবার ভোরে বাড়ীর পাশে ভাংবাড়ী বগুড়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।