ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আবেদিন কিবরিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক, বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পৌর মেয়র কশিরুল আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দেলওয়ারা খাতুন বুলবুল, উপজেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম মোল্লা, পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রিগান আলী, সাধারণ সম্পাদক নবাব হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি কবির ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম এবং ইউনিয়ন ছাত্রলীগের নেতারা।
সভা সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।