বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে নিবন্ধন (অফিস) কার্যালয়ের আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন করে দিনাজপুর ১( বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। ১৭ মে সোমবার বিকেলে পৌরসভার ৭নং ওয়ার্ডের ল²ী চক্রবর্তীর ব্যবস্থাপনায় হিন্দু বিবাহের নিবন্ধন কার্যালয় ফলক উন্মোচনের মাধ্যমে অফিস উদ্বোধন করা হয়। এসময়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কালিপদ রায়,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিন্দ্রনাথ গবিন বর্মণ, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা রিক্সা- ভ্যান চালক সমিতির উপদেষ্টা মনোয়েম মিয়া, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দীপঙ্কর রাহা বাপ্পী প্রমুখ উপস্থিত ছিলেন।