বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল আমিন (২৮) নামে এক মাদকাসক্ত সন্তানকে প্রশাসনের কাছে তুলে দিয়েছেন তার বাবা ও মা। বুধবার দুপুরে আল আমিনের বাবা উপজেলার সুজালপুর ইউনিয়নের জগদল গ্রামের আক্কাস আলী উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ দিলে তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ডালিম সরকার ঘটনাস্থলে ছুটে যান। পরে গাঁজা সেবনরত অবস্থায় আল আমিনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ আইনে ১০ মাস ১০দিন কারাদÐ দিয়ে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়। এসময় বীরগঞ্জ থানা পুলিশ, পৌরসভার সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর সামিনা ইয়াসমিন সাবিনা উপস্থিত ছিলেন। আক্কাস আলী ও শরিফা বেগম দম্পত্তি জানান, তার ছেলে বিভিন্ন নেশায় আসক্ত ছিল। মাদক সেবনের টাকা না পেলে ঘরের আসবাবপত্র বিক্রি করা সহ প্রায়ই সে পরিবারের লোকজনের প্রতি অত্যাচার ও মারধর করত।