ঠাকুরগাঁও প্রতিনিধি: জ্যৈষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ সাংবাদিক নির্যাতন ও হয়রানীর প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করেছে ঠাকুরগাঁওয়ের সাংবাদিকরা।
বৃহস্পতিবার দুপুরে শহরের চৌরাস্তা মোড়ে ঠাকুরগাঁও প্রেসক্লাব আয়োজিত ঘন্টাব্যাপী এ মানববন্ধন বক্তারা রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাকে আটকে রেখে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তব্য দেন, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সিনিয়র সাংবাদিক মো: আব্দুল লতিফ, প্রেসক্লাবের সহকারী সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, ডেইলী স্টারের প্রতিনিধি কামরুল ইসলাম, সাংবাদিক মজিবর রহমান, বদরুল ইসলাম বিপ্লব প্রমুখ।