মশিউর রহমান বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরির্বতন বিষয়ক প্রকল্প বাস্তবায়ন করার লক্ষে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী,রাণীশংকৈল, পীরগঞ্জ ও ঠাকুরগাঁও সদরসহ মোট ৪ টি উপজেলার ৫০ টি ইউনিয়নে এ কার্যক্রমের লক্ষে দেদার লোক নিয়োগ চলছে।
খোজ নিয়ে জানাগেছে, প্রতি ইউনিয়ন পরিবেশ সংরক্ষণ কর্মী ১০ জন ও ইউনিয়ন সুপারভাইজার পদে ১ জন করে নিয়োগ দেওয়া হচ্ছে। এর বিনিময়ে প্রবল্পের সহযোগীতার জন্য প্রতি জনের নিকট হতে অফেরত যোগ্য ৩০ থেকে ৪০ হাজার টাকা গ্রহন করার কথা স্বীকার করেছেন। প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। নাম প্রকাশ না-করার শর্তে ৩ জন ভুক্তভোগী জানান, আমাদের ইউনিয়ন পরিবেশ সংরক্ষণ কর্মী ও ইউনিয়ন সুপারভাইজার নিয়োগদেয়ার জন্য ইতো মধ্যে নুরে আলম জুয়েল স্যার ও সাইফুল ইসলাম স্যার মিলে ২৫ হাজার করে টাকা গ্রহন করেছেন।
এ ব্যপারে ভেলাজান মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও বালিয়াডাঙ্গী কম্পিউটার এডুকেশনের পরিচালক ঠাকুরগাঁও পূর্ব হাজীপাড়ার বাসিন্দা আলহাজ্ব মো.নুরে আলম জুয়েল ও বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের লাহিড়ী কনপাড়া গ্রামের মো.দেরেম আলীর ছেলে মো.সাইফুল ইসলাম প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিকট প্রকল্পের বৈধ কাজ-পত্রাদি দেখতে চাওয়া হলে গত ১৫ দিনেও তা দেখাতে পারেনি। এছাড়াও সাইফুল ইসলাম বলেন, সে নাকি রংপুর বিভাগীয় সাংবাদিক আবার ডিবি পুলিশের শোর্স। এব্যপারে আলহাজ্ব নুরে আলম জুয়েলের সাথে মুঠোফোনে কথাহলে সে জানান, আমি এই জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক প্রকল্পের কেউনা বা এসবের সাথে জড়িত নয়। এই প্রকল্পের পরিচালক সাইফুল ইসলাম আমার বাংলাদেশ কম্পিউটার এডুকেশনের প্রশিক্ষণ কার্যালয়টি ভাড়া নিয়ে এ সমস্ত কার্যক্রম পরিচালনা করছেন। এছাড়াও সাইফুল ইসলাম মাঝে মাঝে দু’একদিন তার কর্মএলাকার জনবল নিয়োগ সংক্রান্ত বিষয়ে সহযোগীতার জন্য ঠাকুরগাঁও সদরসহ বাকি ৩ টি উপজেলায় নিয়ে যায় এবং আমাকে ওই কর্মএলাকার কর্মীদের নিকট প্রকল্প পরিচারকের পরিচয়দেন।