ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে ক্ষুদ্র নৃতাত্তি¡ক ও দলিত জাতি গোষ্ঠী নারীদের স্বনির্ভরতা অর্জন ও নারীর ক্ষমতা সৃষ্টির লক্ষে ১ মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে অংশ নেওয়া ২৫ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
রোববার সকাল সাড়ে ৯ টায় বেসরকারি সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের উপজেলার ওসমানপুর প্রসপারিটি প্রকল্প অফিসের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, সংস্থার প্রকল্প সমন্বয়কারী ফিরোজ আহমেদ, এরিয়া ম্যানেজার আব্দুল ওহাব, প্রোগ্রাম অফিসার মো. হাবিবুর রহমান, শাখা ব্যবস্থাপক বিপ্লব কুমার, এটিও জীবিকায়ন আলমগীর হোসেন ও দীপক কুমার রায়, এটিও পুষ্টি ফারুক হোসেন প্রমুখ।