পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা পর্যায়ে ৫০ তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে দিনব্যাপী পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে ক্রীড়া প্রতিযোগিতা হয় ।
পওে পুরস্কার বিতরণ উডলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে সভায় বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার রেজাউল করিম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব প্রমুখ। এসময় পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সভাপতি মফিজুল হক, সাধারণ সম্পাদক কায়সার আলী সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে খেলায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।