হরিপুর প্রতিনিধি: হরিপুর উপজেলা কৃষকলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা কৃষকলীগের সভাপতি অধ্যক্ষ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পাল, জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তূতি কমিটির সদস্য আবু বকর সিদ্দিক লিটন, জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট মোজাফফর আহমেদ মানিক প্রমূখ।
সভায় কৃষক লীগের ওয়ার্ড ইউনিয়ন সম্মেলনের জন্য আলোচনা করা হয়।