ঠাকুরগাঁও প্রতিনিধি: গত ২৪ ঘন্টায় সর্বমোট ১০৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ঠাকুরগাঁও সদর হাসপাতাল, উপজেলা হাসপাতাল ও এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর হতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় আজ নতুন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয় ৩০ জন।
এদের মধ্যে সদর উপজেলা-১২ জন,বালিয়াডাঙ্গী ০৬ জন,রানীশংকৈল-০৭ জন,হরিপুর-০২ জন এবং পীরগঞ্জ-০৩ জন ।
উল্লেখ্য যে, বালিয়াডাঙ্গী উপজেলা নিবাসী ৮০ বছর বয়সী একজন করোনা সংক্রমিত রোগী চিকিৎসাধীন অবস্থায় করোনা ডেডিকেটেড হাসাপাতাল রংপুরে মৃত্যুবরণ করেছেন। তিনি উচ্চরক্তচাপ এবং কিডনি রোগে ভুগছিলেন।
পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ১৮১২ জন, যাদের মধ্যে ১৫৮৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যু ৪১ জন।
গত এক সপ্তাহে মোট
ঠাকুরগাঁওয়ে করোনা রোগী শনাক্ত হয়েছে ১২৪ জন
মৃত্যু বরণ করে ০৩ জন।
০১.সদর উপজেলা-৬১ জন।
০২. বালিয়াডাঙ্গী-৩৫ জন.
০৩. রানীশংকৈল-১৪ জন।
০৪. হরিপুর-০৮ জন
০৫.পীরগঞ্জ-০৬ জন)
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডাঃ মাহফুজার রহমান সরকার বলেন,দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আজ একজনের মৃত্যু হয়েছে।১০৬ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জন করোনা পজেটিভ। তাই ঠাকুরগাঁও জেলা বাসীকে আরো বেশি সচেতনতা অবলম্বনসহ মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রেখে দৈনন্দিন কাজ করতে হবে।