বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার আলিয়া মাদ্রাসার পূর্ব হতে হাইওয়ে রোড় পর্যন্ত সড়ক কার্পেটিং কাজ শুরু হয়েছে। ৮ জুন মঙ্গলবার সকাল ১১টায় আলিয়া মাদ্রাসার পূর্ব হতে হাইওয়ে রোড় পর্যন্ত রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন করেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশারফ হোসেন (বাবুল) । এ সময় মেয়র কাজের মান পরীক্ষা করে দেখেন এবং যথাযথ মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করার নির্দেশনা প্রদান করেন। মেয়র মোঃমোশাররফ হোসেন বাবুল বলেন, বীরগঞ্জ পৌরসভার ছোট বড় প্রতিটি কাজ গুরুত্ব সহকারে দেখতে হবে, কাজ মানুষকে দ্বায়িত্বশীল বানিয়ে দেয়।এসময় বীরগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী নূরুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী তুষার,সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর মোছা: নার্গিস বেগম কেয়া, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল বারিক, ২ নং মোঃ আশরাফুল আলম ফুলি ,৩ নং আব্দুল আহাদ, ৬নং মেহেদী হাসান মেহেদী , ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল হাবীব, ঠিকাদার কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন ।