বোদা,পঞ্চগড় প্রতিনিধি\জৈব সার ব্যবহার করে পুষ্টি সমৃদ্ধ নিরাপদ খাদ্য উৎপাদন, খাদ্য উৎপাদন বৃদ্ধি, কৃষি যান্ত্রিক করণের মাধ্যমে আধুনিক কৃষি ব্যবস্থা ব্যবহার এবং কৃষিতে প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যে কৃষাণ-কৃষাণিদের সচেতন করতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রাম এর আওতায়, ফিল্ড স্কুল কংগ্রেস শীর্ষক এক অবহিতকরণ কর্মশালা বৃহস্পতিবার পঞ্চগড়ের বোদা মডেল মসজিদের হলরুমে অনুষ্ঠিত হয়। বোদা উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর এই অবহিত কর্মশালার আয়োজন করে। একই সাথে বিভিন্ন ফসল ও উন্নত বীজের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দুইটি স্টল এর মাধ্যমে এ সকল বীজ ও ফসল প্রদর্শন করা হয়। অবহিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল মতিন। উপজেলা নির্বাহী অফিসার মো.শাহরিয়ার নজির এর সভাপত্বিতে অনুষ্ঠিত পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের এই অবহিতকরণ কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদ উন-নবী ও বোদা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ শিষা। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষাণ-কৃষাণিরা অংশগ্রহন করেন।